মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে প্রধানমন্ত্রী উপহার নগদ অর্থ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে ৪ মে শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতিপ্রু।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির,উপজেলা বাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ,ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন প্রমুখ। ই
উনিয়নের পাঁচশত জন ভোগীদের জনপতি ৫০০ টাকা করে প্রধান করেন।উপজেলা নির্বাহী অফিসার জেতিপ্রু বলেন পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ প্রধান করা হবে।
… [Trackback]
[…] Read More Information here to that Topic: doinikdak.com/news/12675 […]