ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন
ফেনীর সোনাগাজীতে বৃষ্টির জন্য নামাজ আদায়
Reporter Name

ফেনীর সোনাগাজীতে বৃষ্টির জন্য খোলা মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার (৩ মে) দুপুরে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে হাজারো মুসল্লি অংশ নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করে কান্নাকাটি করেন।

চলমান দাবদাহে বৃষ্টি না হওয়ায় ফেনীর সোনাগাজীতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। প্রচণ্ড গরমে নেমে আসে চরম দুর্ভোগ। কৃষি ক্ষেত্রে দেখা দিয়েছে বিপর্যয়। গ্রামীণ জনপদের পুকুর ও ডোবায় পানি শুকিয়ে যাওয়া দেখা দিয়েছে মারাত্মক পানি সংকট। এছাড়াও কোথাও কোথাও নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানি উত্তোলন করা যাচ্ছে না।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী দারুল উলুম আল হোছাইনিয়া ওলামাবাজার মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম আদীব

Leave a Reply

Your email address will not be published.

x