এস এইচ নিরব: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত কমনরুমে ও ক্যাফেটেরিয়া পদপ্রার্থী-১৯ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য কানেতা ইয়া লাম লাম, গত কিছুদিন যাবৎ ঢাকার শহরে বিভিন্ন অলিতে-গলিতে অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে নিজ উদ্যোগে ইফতার বিতরণ করে আসছেে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী বলেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ১০টি রোজায় ইফতার বিতরণে সক্ষম হয়েছি। তবে আরো ১০টি রোজায় ইফতার বিতরণের ইচ্ছা আছে, জানিনা কতটুকু সফল হব।
এসময় তিনি আরও বলেন, অনেকেই বলছে আমি সোশ্যাল মিডিয়াতে (ফেসবুকে) কেন ছবি দিচ্ছি..? আমার মনে হয় ভালো কাজ করলে সেগুলো অন্য দশজনকে অনুপ্রাণিত করা ছাড়া অন্তত কারো ক্ষতি তো করে না। আর যেকোন উদ্যোগের পেছনে শ্রম ঘাম থাকে যেহেতু,এবং এটা পারিবারিক ব্যাক আপ ছাড়া প্রথম উদ্যোগ, সেটার ও প্রতিবান্ধকতাও কম নয়।
Leave a Reply