ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
ফেনীর পরশুরামে ২ কেজি গাঁজা উদ্ধার
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরী: ফেনীর পরশুরামে পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ও প্যানেল মেয়র আবু সাহাদাৎ হোসেন চৌধুরী লিটন এর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালাপোল নামক স্থান থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (৩০ এপ্রিল) সকালে পরশুরাম পৌরসভার মেয়র সাজেল চৌধুরী’র নির্দেশে প্যানেল মেয়র লিটন চৌধুরী’র উপস্থিতিতে অভিযান চালিয়ে এ কেজি গাঁজা উদ্বার করা হয়।

এসময় প্যানেল মেয়র লিটন চৌধুরী’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র আবু সাহাদাৎ চৌধুরী লিটন জানান, মাদক কারবারি ভারত থেকে গাঁজা পাচার করে ছাগলনাইয়া নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালাপোল নামক স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা আটক করি। পরবর্তীতে আটককৃত গাঁজা পরশুরাম মডেল থানা পুলিশ কাছে হস্তান্তর করি।

x