ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
বোয়ালমারীতে হাট ইজারায় ১ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আদায়
Reporter Name

টুটুল বসু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে দেড় কোটি টাকার অধিক রাজস্ব আদায় হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩৪ লাখ টাকা বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  বোয়ালমারী উপজেলায় ২৭ টি হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে (বাংলা ১৪২৮ বঙ্গাব্দে) ১ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৭৬৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে এ বছর নতুন করে ৫টি হাটকে রাজস্বের আওতায় আনা হয়েছে।

গত বছর ২২ টি হাটবাজার ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ২৮ লক্ষ ৩৭ হাজার ৬৩২ টাকা। আর রাজস্ব আদায় বেড়েছে ৩৪ লক্ষ ৩ হাজার টাকা। যা শতকরা হিসেবে ২৬ শতাংশ বেশি।

নতুন ইজারাভুক্ত হাটগুলোর মধ্যে ঠাকুরপুর, চরবর্ণি, বাবুরবাজার ইজারাদারদের নিকট হস্তান্তর করা হলেও তেলজুড়ি নতুন বাজার ও লংকারচর হাট সরকারি ভাবে রাজস্ব  আদায় করা হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিভিন্ন হাটবাজারের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বিধিমোতাবেক নিয়মের মধ্যে থেকে স্বচ্ছতার মাধ্যমে রাজস্ব আদায় করা হচ্ছে। এ কারণে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে

One response to “বোয়ালমারীতে হাট ইজারায় ১ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আদায়”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/10783 […]

Leave a Reply

Your email address will not be published.

x