ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
জামালপুরে চলছে কঠোর লকডাউন
পলাশ,জামালপুর

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সারাদেশের ন্যায় জামালপুরেও চলছে কঠোর লকডাউন।গত ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন কার্যকরে শুধুমাএ জরুরী সেবা ছাড়া জামালপুর জেলা শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।লক ডাউন কার্যকরে মাঠে রয়েছেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।শহরের বিভিন্ন গরুত্ত্বপূর্ণ পয়েন্টে ঘুরে দেখা যায় প্রতিটি মোড়ে মোড়ে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া বাসার বাহিরে কেউ বের হচ্ছেন না।এছাড়া সরকারের জারীকৃত প্রজ্ঞাপনে বিধিনিষেধ অমান্যকারীদের বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট চলমান রয়েছে।

করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের মাঝেও পুরোপুরি স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।
x