ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩ শতাধিক পরিবহন শ্রমিক
মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি এর নির্দেশনায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত  জি আর চাল ও জি আর ক্যাশ  দ্বারা ক্রয়কৃত করোনা ভাইরাস (কোভিড -১৯)পরিস্হিতি মোকাবেলায় মিনিবাস,সিএনজি ও ইজি বাইক চালক   তিন শতাধিক কর্মহীন শ্রমিকদের  মাঝে  মাননীয় প্রধানমন্ত্রী   শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়।জামালপুরের সরিষাবাড়ীতে আজ ৭জুলাই বিকালে সরিষাবাড়ী কেন্দ্রীয়  বাসস্ট্যান্ডে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের  উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্হাপনায়  স্বাস্হ্য বিধি মেনে চাল, ডাল,চিড়া,সয়াবিন তৈল,সাবান, ও  স্বাস্হ্য  সামগ্রী বিতরণ  করা হয়।

এসময় উপস্হিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর অর্থ বিষয়ক সম্পাদক ও বাস মালিক সমিতি সরিষাবাড়ী শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সরিষাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক,পরিদর্শক(  তদন্ত) আব্দুল মজিদ, সরিষাবাড়ী ইজি বাইক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ও সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,কাউন্সিলর মোহাম্মদ আলী,জামালপুর জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সরিষাবাড়ী শাখার সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আব্দুল কাদের,সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সদস্য সামিউল হক খান , সরিষাবাড়ী  উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহম্মেদ  নিরব ও ইজি বাইক শ্রমিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ।

x