ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
মান্দায় মাদক নির্মূলে চেয়ারম্যানের শপথ
Reporter Name

মোঃ হাবিবুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ গ্রাম থেকে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। এ লক্ষে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় মানববন্ধনের আয়োজন করা হয়। ভারশোঁ ইউনিয়নের সচেতন নাগরিকের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহন করেন।

কর্মসূচী চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। তিনি বলেন, পবিত্র রমজান মাসেও ভারশোঁ ঋষি পল্লীতে মাদকের বেচাকেনা বন্ধ করা হয়নি। স্থানীয় কতিপয় চিহ্নিত ব্যক্তির সহযোগিতায় ঋষিপাড়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা। ওই পল্লীতে দফায় দফায় অভিযান পরিচালনা করলেও মাদকের কারবার বন্ধ করতে পারেনি পুলিশ।

চেয়ারম্যান আরও বলেন, গত রোববার সন্ধ্যায় কয়েকজন গ্রামপুলিশ নিয়ে ওই মাদক পল্লীতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মাদকের চিহ্নিত শেল্টার দাতারা আমার বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমুলক তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, অপপ্রচার কিংবা ভয়ভীতি দেখিয়ে কোন লাভ নেই। যতই বাধা আসুক ঋষি পল্লীসহ ভারশোঁ গ্রামকে মাদকমুক্ত করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

One response to “মান্দায় মাদক নির্মূলে চেয়ারম্যানের শপথ”

  1. naza24 says:

    … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/8593 […]

Leave a Reply

Your email address will not be published.

x