ঢাকা, বুধবার ২২ মার্চ ২০২৩, ০১:০৩ অপরাহ্ন
মহাদেবপুরে মুদি দোকানের মাদক বিক্রি, ব্যবসায়ী আটক
আমিনুর রহমান খোকন মহাদেবপুর, নওগাঁ

মহাদেবপুরে মুদি দোকানের মাদক বিক্রি, ব্যবসায়ী আটক

আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ একটি মুদি দোকান থেকে ৩৩ বোতল দেশী এলকোহলসহ মেহের আলী (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত ফজল মন্ডলের ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৮টায় থানার এসআই রায়হান আলম, এসআই নুরু, এসআই খালেক, এসআই সামির ও

এএসআই জব্বার অভিযান চালিয়ে মন্তাজ বাজার এলাকায় মেহের আলীর মুদি দোকান থেকে ৩৩ বোতল দেশী এলকোহল উদ্ধার করেন ও বিক্রেতাকে আটক করেন।এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের

করা হয়েছে।

One response to “মহাদেবপুরে মুদি দোকানের মাদক বিক্রি, ব্যবসায়ী আটক”

  1. Thank you for the good writeup. It in reality was a leisure account it.
    Look advanced to far introduced agreeable from you!
    However, how can we communicate?

Leave a Reply

Your email address will not be published.

x