ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন
মহাদেবপুরে করোনায় আরও একজনের মৃত্যু
আমিনুর রহমান খোকন মহাদেবপুর, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে করোনায় আক্রান্ত হয়ে জীবন নেছা (৬৫) নামে আরও এক

নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের বুলবুল সিনেমা হল পাড়ার মৃত আসাদ আলীর স্ত্রী। এনিয়ে এই উপজেলায় সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হলো। এরআগে গত ১০ আগস্ট এখানে হেদায়েতুল ইসলাম (৮৫) নামে আরও একজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৬ আগস্ট জীবন নেছা অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

 

চিকিৎসাধীন অবস্থায় ২৯ আগস্ট রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) তার মৃত্যুর রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এখানকার করোনাভাইরাস সংক্রান্ত প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, গতবছর ১৭ মার্চ শুরু থেকে গত মে মাস পর্যন্ত এখানে মারা যান ৪ জন। জুন মাসে ৭ জন, জুলাইয়ে ৫ জন, আর আগস্ট মাসে মারা গেলেন ২ জন। মঙ্গলবার পর্যন্ত এখানে মাত্র ২ জন করোনায় আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে উপজেলা সদরের মৃত আব্দুর রহিমের ছেলে ইউসুফ আলী (৬৫) গত ২২ আগস্ট ও মো: মোস্তফার ছেলে জুয়েল (৩০) ২৪ আগস্ট আক্রান্ত হন। দুই মাস আগে গত ৪ জুলাই এই সংখ্যা ছিল সর্বোচ্চ ১২৬। গত এক সপ্তাহে এখানে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। ২২ আগস্টের আগের এক সপ্তাহেও তাই। এই উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। সুস্থ্য হয়েছেন ৪৯৭ জন।#

 

 

 

One response to “মহাদেবপুরে করোনায় আরও একজনের মৃত্যু”

  1. This paragraph offers clear idea designed for the
    new people of blogging, that in fact how to do blogging and
    site-building.

Leave a Reply

Your email address will not be published.

x