ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
মহাদেবপুরে করোনায় আরও একজনের মৃত্যু
আমিনুর রহমান খোকন মহাদেবপুর, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে করোনায় আক্রান্ত হয়ে জীবন নেছা (৬৫) নামে আরও এক

নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের বুলবুল সিনেমা হল পাড়ার মৃত আসাদ আলীর স্ত্রী। এনিয়ে এই উপজেলায় সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হলো। এরআগে গত ১০ আগস্ট এখানে হেদায়েতুল ইসলাম (৮৫) নামে আরও একজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৬ আগস্ট জীবন নেছা অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

 

চিকিৎসাধীন অবস্থায় ২৯ আগস্ট রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) তার মৃত্যুর রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এখানকার করোনাভাইরাস সংক্রান্ত প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, গতবছর ১৭ মার্চ শুরু থেকে গত মে মাস পর্যন্ত এখানে মারা যান ৪ জন। জুন মাসে ৭ জন, জুলাইয়ে ৫ জন, আর আগস্ট মাসে মারা গেলেন ২ জন। মঙ্গলবার পর্যন্ত এখানে মাত্র ২ জন করোনায় আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে উপজেলা সদরের মৃত আব্দুর রহিমের ছেলে ইউসুফ আলী (৬৫) গত ২২ আগস্ট ও মো: মোস্তফার ছেলে জুয়েল (৩০) ২৪ আগস্ট আক্রান্ত হন। দুই মাস আগে গত ৪ জুলাই এই সংখ্যা ছিল সর্বোচ্চ ১২৬। গত এক সপ্তাহে এখানে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। ২২ আগস্টের আগের এক সপ্তাহেও তাই। এই উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। সুস্থ্য হয়েছেন ৪৯৭ জন।#

 

 

 

3 responses to “মহাদেবপুরে করোনায় আরও একজনের মৃত্যু”

  1. Howdy! I could have sworn I’ve been to this site before but after looking at some of the posts I
    realized it’s new to me. Nonetheless, I’m certainly pleased I found it and I’ll
    be book-marking it and checking back frequently!

  2. It’s actually very complicated in this full of activity life to listen news on TV, thus I only use world wide web for that
    reason, and get the newest news.

  3. Wow! This blog looks just like my old one! It’s on a entirely different subject but it has pretty much the same
    layout and design. Outstanding choice of
    colors!

Leave a Reply

Your email address will not be published.

x