ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
মান্দায় কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি
Reporter Name

গোলাম রাব্বানী মান্দা, নওগাঁ : নওগাঁ মান্দা উপজেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। এতে মান্দা বিল সহ বিল উৎরাইলে বোরো পাকা ধান, আম, ঝাল ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের।

বুধবার ২১এপ্রিল সন্ধার দিকে মান্দা উপজেলার ঠাকুর মান্দ, বিল উৎরাইল, অানদল বিলসহ বেশ কিছু এলাকায় প্রায় ১ ঘণ্টা ভারী বৃষ্টির সঙ্গে প্রচুর ঝড় প্রবাহিত হয়। আর এতেই ভুট্টা, ঝাল ও বোরো ধান মাটিতে লুটে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষকগন।

মান্দর ভারশোঁ অাব্দুল মালেক, ওয়াজেব অালী, মোজাম্মল সহ জব্দুল সরকার বলেন, আমাদের জিরাশাইল জাতের ৩দিন পরে কাটতে শুরু করবো বলে ভাবছি। এই ধানে গত রাতে ঝড় ও বৃষ্টিতে মাটিতে লুটে পড়ে ব্যাপক ক্ষতি হয়।

তারা আরো জানান, যে সময় বোরো ধানের পাকায় শীষ ভারী হয়ে যাওয়ায় মান্দায় ৯৯% ধান ঝড় ও বৃষ্টিতে মাটিতে লুটে পড়েছে। এতে ফলনে প্রচুর বিপর্যয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x