ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন
Reporter Name
নওগাঁর মান্দায় লকডাউন’ কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন

গোলাম রাব্বানী মান্দা,নওগাঁ: নওগাঁর মান্দায় করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক ২১ এপ্রিল বুধবার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদানে সহযোগিতা করেছেন মান্দা থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে দেলুয়াবাড়ি হাটের ইজারাদারদের টোল রেট দর্শনীয় স্থানে টানানো এবং রেট অনুযায়ী টোল আদায় করার নির্দেশনা প্রদান।

এছাড়াও কুরকুচি বিল ও দুর্গম বিল হিলনায় অভিযোগের সরেজমিন তদন্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক।

x