মনিরুজ্জামান মুন্না, নওগাঁ: নওগাঁয় ফেসবুক গ্রুপ নওগাঁ পরিবারের এ্যাডমিন প্যানেলের আর্থিক সহায়তায় ২য় ধাপের এই লকডাউনে নওগাঁ শহরের কর্মহারা অসহায় কিছু মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে খাদ্য দ্রব্য প্রদান করা হয়।
১৭ এপ্রিল শনিবার নওগাঁ শহরের দুর্গাপুর, উকিলপাড়া বাসস্ট্যান্ড, বাঙ্গাবাড়িয়া এবং চকএনায়েত এর কিছু এলাকায় এই সহায়তা দেয়া হয়।
৪জনের একটি পরিবারের এক সপ্তাহের খাদ্য হিসাবে চাল ১০ কেজি, বুটের ডাল ১ কেজি, মশুরের ডাল ১ কেজি, আলু ১ কেজি, পেয়াজ আধা কেজি, সোয়াবিন তেল আধা লিটার এবং মরিচ গুঁড়া ১০০ গ্রাম প্রদান করা হয়।