ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
মহাদেবপুরে সজিনা গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
Reporter Name

আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে সজিনা গাছ থেকে পড়ে ইউনুস আলী (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দকালনা বৈরাগীপাড়া গ্রামের মৃত আইয়ুব হোসেনের ছেলে।

নিহতের ছেলে আবু নওশাদ মিলন জানান, শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় তার পিতা সজিনা পাড়ার জন্য বাড়ির পাশর্^বর্তী একটি সজিনা গাছে ওঠেন। কিন্তু অসাবধানতাবশত: একটি ছোট ডালে পা দিলে সে ডালটি ভেঙ্গে পড়ে। তার পিতাও নীচে পড়ে যান। নীচে পুঁইশাকের আড়ানী দেওয়া মাজানের কোনের বাঁশের সুঁচালো আগার উপর পড়লে বাঁশটি তার বুকে বিদ্ধ হয়। ফলে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

পাশর্^বর্তী গ্রামের বাসিন্দা খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুপুরে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এবিষয়ে থানা পুলিশকে কিছু জানানো হয়নি। বাদজুম্মা নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।#

x