ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
সারাদেশের মতো ভৈরবেও পালিত হচ্ছে দ্বিতীয় দিনের লকডাউন
Reporter Name

জয়নাল আবেদীন রিটন, ভৈরব, প্রতিনিধি: ভৈরবে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের লকডাউন। ঢাকা-সিলেট, ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কসহ আভ্যন্তরিণ সব সড়ক-আঞ্চলিক সড়কে সকল প্রকার গণপরিবহণ বন্ধ আছে। সড়ক-মহাসড়কের মোড়ে মোড়ে পুলিশি প্রহরা জোরদার আছে। জরুরি সেবা পরিবহণগুলি চলাচল করতে দেখা যায়। তবে সড়ক-মহাসড়কগুলিতে অটোরিক্সা, রিক্সা, বিভাটেক ইত্যাদি সীমিত আকারে চলছে।

ভৈরব বাজারের দোকান-পাট, মার্কেট, শপিংমল বন্ধ আছে। তবে কাচামালের দোকান ,কীটনাশক, ঔষধের দোকানসহ ত্যি প্রয়োজনীয় দোকান-পাট খোলা রয়েছে। জরুরি পরিসেবার লোকজন ছাড়া ও কিছু লোকজনকে  বাইরে বের হতে দেখা যাচ্ছে।

এদিকে ভৈরব নৌবন্দর দিয়ে গণপরিবহণ চলাচল বন্ধ আছে। ট্রলারযোগে হাওরাঞ্চলের নতুন ধান আসায় শ্রমিকদের কিছুটা আনাগোনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published.

x