ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের দাবীসমূহ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
জাহিদ হাসান অন্তর দিনাজপুর প্রতিনিধি ॥
আন্তর্জাতিকমানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত ৪ দফা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটি মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ সড়কে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তৃতা করেন সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, মহিলা সম্পাদিকা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা, পিডাব্লিউডি’র সভাপতি প্রকৌশলী মো. আব্দুল মতিন, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি, বাকাছাপ জেলা শাখার সভাপতি মো. আরমান ইসলাম প্রমুখ।
সংগ্রাম পরিষদের জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মো. মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন পলিটেনিক ইন্সটিটিউটের শিক্ষক-ছাত্র ও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে কর্মরত সদস্য প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সময়ে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটি দাবী সমূহ দ্রুত বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। ##

One response to “দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের দাবীসমূহ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন”

  1. Reading your article has greatly helped me, and I agree with you. But I still have some questions. Can you help me? I will pay attention to your answer. thank you.

Leave a Reply

Your email address will not be published.

x