ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে কায়সার হাসান নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুকুরে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত কায়সার উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার আবুল হোসেনের বাড়ির কামরুল হাসানের পুত্র।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, একই ইউনিয়নে নানার বাড়ি নুরু ড্রাইভার বাড়ি বেড়াতে আসে কায়সার। বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে কায়সার নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস।

x