ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
তাহসান ও ফারিয়া ইভ্যালি ছেড়েছেন আগেই
অনলাইন ডেস্ক

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছিলেন গায়ক ও অভিনেতা তাহসান। অন্যদিকে অভিনেত্রী শবনম ফারিয়া প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তারা কেউই এখন আর ইভ্যালির সঙ্গে নেই। দু’জনই প্রতিষ্ঠানটি থেকে নিজেদের সরিয়ে এনেছেন।

জানা গেছে, তাহসান প্রায় ৪ মাস আগেই ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন। চলতি বছরের মার্চ মাসে তিনি প্রতিষ্ঠানটিতে যোগ দেন ‘ফেসব অব ইভ্যালি’ হিসেবে। এরপর ১৫ মে তাদের একটি বিশেষ ফেসবুক লাইভে অংশ নেন তিনি। যেখানে অংশ নিয়েছিলেন তাহসানের প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী-গায়িকা মিথিলাও।

দুই বছরের জন্য ইভ্যালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাহসান। কিন্তু ক্রেতাদের পণ্য ডেলিভারি না দেওয়ার কারণে বিতর্কের তুঙ্গে চলে আসে প্রতিষ্ঠানটির নাম। এজন্য মে মাসেই ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন এই তারকা। চুক্তির সময় কিছু টাকা পেলেও পরবর্তী দুই মাসে প্রতিষ্ঠানটি থেকে কোনো অর্থ পাননি তিনি।

এ বিষয়ে তাহসানের বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। চুক্তির শর্ত অনুযায়ী তিনি কিছু বলতে পারছেন না। তবে ইভ্যালিতে তিনি আর নেই, এ কথা নিশ্চিত করেছেন তাহসান।

অন্যদিকে অভিনেত্রী শবনম ফারিয়া ইভ্যালিতে প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন তিন মাস আগে। কিন্তু এই তিন মাসে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে এক টাকাও পাননি বলে অভিযোগ করেছেন। এমনকি প্রায় এক মাস আগে তিনি ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন।

এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন আমি পাইনি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই ইভ্যালির বিরুদ্ধে পণ্য ডেলিভারি না দেওয়া, গ্রাহকদের অর্থ আত্মসাৎ করা এবং সাপ্লায়ারদের অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠছে। অবশেষে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

12 responses to “তাহসান ও ফারিয়া ইভ্যালি ছেড়েছেন আগেই”

  1. I seriously love your website.. Very nice colors & theme.

    Did you build this web site yourself? Please reply back as
    I’m planning to create my own personal blog and
    want to learn where you got this from or what the theme is called.

    Kudos!

  2. Hello there! Quick question that’s completely off topic.

    Do you know how to make your site mobile friendly?
    My web site looks weird when viewing from my iphone. I’m trying to find a
    template or plugin that might be able to resolve this issue.
    If you have any recommendations, please share. Thank you!

  3. It’s genuinely very complicated in this busy life to
    listen news on TV, so I only use web for that purpose,
    and get the most recent news.

  4. Asking questions are truly good thing if you are not understanding anything entirely,
    but this article provides fastidious understanding even.

  5. I think the admin of this web site is genuinely working hard for his
    web site, because here every material is quality
    based stuff.

  6. Wow! Finally I got a web site from where I can in fact get
    valuable facts concerning my study and knowledge.

  7. Thanks for your marvelous posting! I genuinely enjoyed reading it,
    you will be a great author. I will be sure to bookmark your blog and may come back down the road.
    I want to encourage you to ultimately continue your great work, have a nice holiday weekend!

  8. It’s amazing for me to have a web site, which is helpful in favor of my knowledge.
    thanks admin

  9. I could not refrain from commenting. Well written!

  10. Appreciate the recommendation. Will try it out.

  11. Greetings, I think your website could be
    having browser compatibility issues. Whenever I take a look at your site in Safari,
    it looks fine however when opening in IE, it has some overlapping
    issues. I simply wanted to provide you with a quick heads up!
    Apart from that, excellent blog!

Leave a Reply

Your email address will not be published.

x