ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
কানাইঘাটে ৬ দিন থেকে থেকে কিশোর নিখোঁজ, থানায় সাধারণ ডায়রি
আব্দুল কাদির, সিলেট
ন কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নিহালপুর গ্রামের এক কিশোর গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাহিন (১৪) নিহালপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র। জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টার সময় কানাইঘাট বাজার থেকে বাড়ী থেকে বাড়িতে যাওয়ার জন্য বের হলে এখন পর্যন্ত সে আর বাড়িতে ফিরেনি। তার সাথে কোনো মোবাইল না থাকায় যোগাযোগও করতে পারছেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মিলছে না।
কোনো সুহৃদয়বান ব্যাক্তি মাহিনের সন্ধান পেলে উপরোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল।এ বিষয়ে মাহিনের বাবা নিজাম উদ্দিন কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
কানাইঘাট থানায় জিডি নং-৬৬৫,তারিখ ১৫-০৯-২১ ইং। মাহিনের উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার । নিখোঁজের সময় তার পরনে ছিলো হালকা গোলাপি যুক্ত হাফ শার্ট ও চেক লুঙ্গি এবং চামড়ার সেন্ডেল পায়ে ছিল।সে কানাইঘাটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সুহৃদ ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। জরুরী যোগাযোগঃ ০১৭৫৯০৩৯১৯০ ( মাহিনের পিতা) ০১৭৫১২৩৩১৭৫,০১৭৬২১৪৩৬৫৬ ( সম্পর্কে মামা)
x