এহতেসান হোসেন ইফাদ গত কাল বিকাল ৫ ঘটিকায় হারিয়ে যায়। এহতেসান হোসেন ইফাদ কাউকে কিছু না বলে গত কাল বিকালে সিলেট-চট্রগ্রাম রেলযোগে রওয়ানা দিলে আজ সকাল ৭ ঘটিকায় তার চট্রগ্রামের আত্মীয়রা চট্রগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে রিসিভ করেন। এহতেসান হোসেন ইফাদ কে পাওয়ার পর আত্মীয়রা তাকে নিয়ে স্থির চিত্র তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে পোষ্ট করেন।
এহতেসান হোসেন ইফাদ কে পাওয়া গেসে বলে নিশ্চিত হওয়ার জন্য তার মাদ্রাসার মুহতামিম মুফতি সাঈদ আহমদের সাথে এবং তার অবিভাবকদের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়ার খবর টি নিশ্চিত করেন।
পাশাপাশি এহতেসানের সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম,নিউজ পোর্টাল,পত্রিকা সহ যে যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মুফতি সাঈদ আহমদ এবং এহতেসানের পিতা মাওলানা হেলাল আহমদ সহ তার পরিবারবর্গ।