ফরিদপুর জেলা পুলিশ ও AKH group আয়োজিত ফরিদপুর জেলা দাবা লীগ এ দ্বিতীয় দিন শেষে পয়েন্ট তালিকায় এগিয়ে আছে আবাহনী ক্রীড়াচক্র।
দ্বিতীয় দিন শেষে তাদের মোট সংগ্রহ ৮ পয়েন্ট ।
এছাড়া তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নাজিব স্পোর্টিং ক্লাব, লিপন স্পোর্টিং ক্লাব, শোভারামপুর ইডেন ক্লাব এদের সবার পয়েন্ট ৫, সবুজ সেনা ক্লাব পয়েন্ট ৪, জিৎ একাদশ , বি আর মেমোরিয়াল ক্লাব, উবারে সংঘ সংঘ প্রত্যেকটা দলের পয়েন্ট ৩ এবং দুরন্ত বয়েজ ক্লাব ১ পয়েন্ট নিয়ে তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে। আগামীকাল চূড়ান্ত পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
এদিন মোট ৫ টি দলের খেলা অনুষ্ঠিত হবে খেলা গুলিতে মোকাবেলা করবে আবাহনী ক্রীড়া চক্র বনাম শোভারামপুর ইডেন ক্লাব, সবুজসেনা ক্লাব বনাম নাজিব স্পোর্টিং ক্লাব, জিৎ একাদশ বনাম লিপন স্পোর্টিং ক্লাব, বি আর মেমোরিয়াল ক্লাব বনাম আজাদ স্পোর্টিং ক্লাব, এবং পুবালি সংস্থা বনাম দুরন্ত বয়েজ ক্লাব।