ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১১:২২ অপরাহ্ন
অবশেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান
মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে খুলল শিক্ষা প্রতিষ্ঠান ।
এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে অংশ নিয়ে প্রথম দিন ক্লাস করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার কারণে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আগ্রহ ছিল বেশি।
শহরের আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজেদা কবির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়,, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটা স্কুলে সরেজমিনে ঘুরে দেখা গেছে। স্কুল খোলা থাকার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ প্রচন্ড। বেশ কিছু ছাত্র ছাত্রী একে ঈদের আনন্দের সাথে তুলনা করেছে।
এদিকে শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে তারা ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাসে প্রবেশ করার আগে তাপমাত্রা মাপক যন্ত্র দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়েছেন,। তাদের ভিতর মাক্স বিতরণ করেছেন, এবং প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়েছেন। তারা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে রুটিন  করেছেন  তারা সে ভাবেই মেনে চলছেন। এ মাসের 30 তারিখ পর্যন্ত অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এদিকে সাজেদা কবির উদ্দিন উচ্চ বিদ্যালয় এ শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য  ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া সংবাদ দেখা পর্যন্ত স্বিফট অনুযায়ী ক্লাসগুলো হবে বলে শিক্ষকরা জানান।
অন্যদিকে ছাত্রছাত্রীরা জানেন তারা দীর্ঘদিন পর স্কুলে আসার কারণে বেশ খুশি হয়েছেন। বিদ্যালয় খুলে দেবার কারনে তারা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন। আমাদের লেখাপড়া যেন আর কোন বিঘ্ন না হয়। সে ব্যাপারে সরকার অবশ্যই চেষ্টা করবেন। শুধু বাড়িতে বসে অনলাইন ক্লাস করে মনের তৃপ্তি মেটে নেই। তাই স্কুলে আসার মজাই আলাদা।
অন্যদিকে শহরের কলেজ গুলো খুলে গেলেও ছাত্রছাত্রীরা যথারীতি কলেজে আসছেন। এবং ক্লাসে অংশগ্রহণ করছেন।
x