ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১০:১০ অপরাহ্ন
স্বাধীন কাতালুনিয়ার দাবিতে লাখো মানুষের মিছিল বার্সেলোনায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন কাতালুনিয়া রাষ্ট্রের দাবিতে লাখ লাখ মানুষ মিছিল করেছে বার্সেলোনায়। এসময় তাদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এই মিছিলের আয়োজন করেছিল তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি)। ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র‍্যালি।

মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল। পুলিশ বলেছে, আনুমানিক এক লাখ আট হাজার মানুষ র‍্যালিতে ছিল। এএনসির দাবি, অংশগ্রহণকারী ছিল চার লাখের বেশি।

ক্ষমা পাওয়া সেই নয় নেতার কয়েকজন শনিবারের এই র‍্যালিতে অংশ নিয়েছেন। ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালুনিয়া দখল করে স্পেন। র‍্যালিতে সেই দিনের কথাও স্মরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x