গোপালগঞ্জ সদর উপজেলার সতপাড় পশ্চিমপাড়ায় আওয়ামীলীগ নেতা পংকজ রায়ের পিতা জগবন্ধু রায়ের ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। পংকজ রায় সাতপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি।
গতকাল শনিবার বিকালে সতপাড় পশ্চিমপাড়া তার নিজ বাড়িতে পিতার আত্মার শান্তি কামনায় প্রর্থনা করা হয় এবং ওই ইউনিয়নের সহ¯্রাধিক মানুষের খাবারের আয়োজন করেন তিনি।
গতবছর (১৪২৭ বঙ্গাব্দের) ভাদ্র মাসের ৬তারিখে জগবন্ধু রায় ৮২ বছর বয়সে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে পংকজ রায়, লালচাদ রায়, ফুলচাদ রায় ও ২ মেয়ে মেরী কানজীলাল, গায়েত্রী মন্ডলসহ বহু গুনাগ্রহী রেখে যান।
এসময় আওয়ামীলীগ নেতা পংকজ রায় তার পিতার আত্মার শান্তি কামনায় সকলের কাছে আর্শিবাদ ও প্রর্থনা কামনা করে।