ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১১:০১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হাজতীর নাম- আশরাফুল ইসলাম (৩৫)। তিনি জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম আরটিভি নিউজকে জানিয়েছেন, হাজতি আশরাফুল শনিবার দিবাগত রাত ২টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন আরটিভি নিউজকে বলেন, একটি মারামারির মামলায় গত ২৯ মে থেকে কারাগারে ছিলেন আশরাফুল। বুক ব্যাথাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

x