ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সুস্থ থাকার আশায় ঢাকাতে ডায়ালাইসিস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যু
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা:

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের খোন্দকার বাড়ির আনোয়ার হোসেন খোন্দকার আজ শনিবার(১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

তিনি মৃত নূর হোসেন খোন্দকারের ছোট ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।

জানা যায়, আনোয়ার হোসেন খোন্দকার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করে যাচ্ছিলেন। সবসময়ের মত আজও ডায়ালাইসিস এর উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন তিনি।মরহুম আনোয়ার হোসেনের নামাজে জানাযা উপজেলার মির্জানগের আশ্রাফপুর ও মধুগ্রাম বড় কবরস্থান মাঠে সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উক্ত কবরস্থানে দাফন করা হয়।

x