বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠন: রাজিব সভাপতি, খায়রুল সাধারণ সম্পাদক
বিএনএস পিআর: বরিশালের নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে বরিশাল কমিউনিটির সামাজিক বন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল নাগরিক সংসদের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার বরিশাল নাগরিক সংসদের ৯ম কার্যকরী পরিষদের সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম এই কমিটি ঘোষণা করেন। রাজিব উদ্দিন হাসানকে সভাপতি এবং খায়রুল কবিরকে সাধারণ সম্পাদক মনোনীত করে বরিশাল নাগরিক সংসদের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি কমিটি হলো- সহ-সভাপতি শাহাদাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক – ফিরোজ আহমেদ আকাশ, নাগরিক অধিকার বিষয়ক সম্পাদক- ইমদাদুল হক হাওলাদার রুবেল, মানবাধিকার বিষয়কসম্পাদক- মো: ইকবাল হোসেন শিবলু, সমাজকল্যাণ সম্পাদক- মিরাজুল ইসলাম সুমন