ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:১১ অপরাহ্ন
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ৪ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন
জাহিদ হাসান অন্তর দিনাজপুর প্রতিনিধিঃ
অদ্য ১১ সেপ্টেম্বর ২০২১ বেলা ১১টায়‌ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, দিনাজপুর জেলা শাখা, কর্তৃত্ব দিনাজপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ মাসুদ রানা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতী উদ্যোগ এবং জনগণকে নির্মাণকাজে জিম্মি করে জাতীয় স্বার্থবিরোধী বিএনবিসি ২০২০ এর সংজ্ঞা ও কয়েকটি ধারা উপধারা সংশোধনসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি ও ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। আরো জানান যে, করোনা বিরূপ পরিবেশে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র প্রশিক্ষণ গ্রহণ সাপেক্ষে শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে দেশব্যাপী ভার্চুয়াল প্রতিবাদ সভা আয়োজন, সকল জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এই নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু অদ্যাবধিও কোন দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না আসার গত ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির মাধ্যমে যদি দাবি আদায় না হয় তবে কেন্দ্রীয় কমিটি কর্তৃক পরবর্তী কর্মসূচি ঘোষিত হলে দিনাজপুর জেলা শাখা সে মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ মিনারুল খান, আহবায়ক, সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মোঃ সাজিউল ইসলাম সাজু, মোঃ আরমান, আহবায়ক বাকাছাপ, প্রকৌশলী মোছাঃ সুফিয়া সুলতানা, প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম, প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

2 responses to “বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ৪ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/56323 […]

  2. … [Trackback]

    […] Find More on to that Topic: doinikdak.com/news/56323 […]

Leave a Reply

Your email address will not be published.

x