ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
ফেনীতে সরকারি অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে টাউন ফার্মেসিকে জরিমানা
পেয়ার আহাম্মদ চৌধুরী:

ফেনীতে সরকারি অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ফেনীর ঐতিহ্যবাহী টাউন ফার্মেসির ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘদিন ফেনীর বিভিন্ন ফার্মেসিতে সরকারি অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছে একটি অসাধু চক্র। এমন তথ্যের ভিত্তিতে ফেনী শহরের ট্রাংক রোডস্থ খাজা আহমদ সড়কের টাউন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ফার্মেসিতে অনুমোদনহীন বেনামি কোম্পানির ওষুধ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতর নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

x