ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার পরিচিতি সভা
মুনিম শাহরিয়ার কাব্য ,পাবনা জেলা প্রতিনিধি:

পাবনায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর ২১) সকাল ১১ টায় শহরের শালগাড়িয়া ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে গীতা পাঠের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক আশীষ কুমার বসাকের সভাপতিত্বে এবং সদস্য সচিব চঞ্চল কুমার সরকারের পরিচালনায় সভার সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভীম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৌমেন সাহা ভানু। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন পীযুষকান্তি ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ মলয় দাস রায়, যুগ্ম আহ্বায়ক সুমন সাহা, যুগ্ম আহ্বায়ক জীবন সরকার যুগ্ম সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমন, যুগ্ম সদস্য সচিব সুমন সাহা, অ্যাডঃ স্বপ্না রাণী সরকার, অ্যাডঃ মধুসূদন সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ বসাক, সদস্য সচিব প্রসাদ দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ মজুমদার, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দত্ত, যুগ্ম সদস্য সচিব জীবন কুমার সরকার সহ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা বৈদিক, শাস্ত্রীয় এবং সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। পাবনায় বসবাসরত সকল হিন্দুদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্যও অঙ্গিকারবদ্ধ হয় তারা।

x