ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শ্রীনগরে কচিকাঁচা ক্লাব ও যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

“খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের  শ্রীনগরে হাঁসড়া আলম গাজী কচিকাঁচা ক্লাব কর্তৃক আযে়াজিত যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মধ্য হাঁসড়া আলম গাজী কচিকাঁচা ক্লাব ও মাজার মাঠ সংলগ্ন এলাকায় এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ইলেক্ট্রনিক ক্লাব দল রিয়াল ব্রাদার্স ক্লাব  দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
হাঁসড়া গ্রামের কৃতি সন্তান ও সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী হাজী দিদারুল আলম মোল্লার  সার্বিক সহযোগিতায়। উক্ত খেলার অনুষ্ঠানে আলম গাজী কচিকাঁচা ক্লাবের সভাপতি মামুন হোসেন মোল্লার সভাপতিত্বে । খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁসাড়ার সুযোগ্য     ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ সোলায়মান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাঁসাড়া বাজারের সভাপতি হারুন মোল্লা,  ইউপি মহিলা সদস্য রিনা মোল্লা, ৯নং ওয়ার্ডের মেম্বার হারুন খান, ৫নং মেম্বার মমিন শেখ, হাঁসাড়া ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন নাসিম,এবং  সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জনি,
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আজম শেখ, মোঃ নাছির খান,এছাক শেখ,আব্দুল বাতেন খান,আসাদুজ্জামান লিপু মোল্লা, আনিছ মোল্লা,  নাছির হোসেন নিশাদ,ছায়েদ খালাসি,বাবু শ্যামল ঘোষ, হাঁসাড়া বাজারের ওয়ালটনের মালিক সিদ্দিক খান,জসিম শেখ,টিটু মোল্লা, আতিয়ার হোসেন কাজল, ফারুক খান, দেলোয়ার খান,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

x