ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
শ্রীনগরে কুকুরের কামড়ে শিশুসহ গুরুত্বর আহত-৪
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে কুকুরের কামড়ে ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার শ্রীনগর(সদর) ইউনিয়নের দয়হাটা টেক্কামার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে গুরুত্বর আহতদের উদ্ধার করেন ঢাকা মহাখালী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতরা হলেন, ২২ মাসের শিশু তাবাসুম দয়হাটা টেক্কামার্কেট এলাকার শাকিল শেখের মেয়ে, মৃত সরব আলীর ছেলে আজর আলী(৪৫), টেক্কামার্কেট নাগের পাড়া মজিদ মিয়ার ছেলে ইমরান(১২), দুলাল মিয়ার মেয়ে, দীঘির পাড়া মাহমুদ মিয়ার মেয়ে জান্নাত(৫),।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ের ৬ টার দিকে শিশু তাবাসুমের মা খাইরুন মেয়ে বাথরুম ধরলে তাকে উঠানের মধ্যে কমটে বসায়। এসময় সাদা কালো রংয়ের কুকুরে এসে তার মেয়েকে বাম গায়ে কামড় দিয়ে চলে যায়। পরে এলাকায় আহতদের পেয়ে কামড় দেয়। পরে স্থানীয়রা ঐ কুকুরকে মেরে ফেলে।
স্থানীয় শেখ হালিম মনা জানান, শ্রীনগর উপজেলা প্রানী সম্পদ অফিস থেকে কুকুরের ভ্যাকসিন দেওয়ার পরেও এলাকায় এভাবে কুকুর লোকজনদের কামড়ে আহত করে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা রেজাউল হক জানান, কুকুরের ভ্যাকসিন উপজেলা সদরে নেই। জেলা সদরে থাকে। সেখানে না পেলে বাহির থেকে ক্রয় করতে হবে। কয়েকদিন আগে সরকার জলাতংক রোগ যাতে না ছাড়া সেই লক্ষে ৮০% কুকুরকে ভ্যাকসিন দেয়া কার্যক্রম হাতে নিয়েছে।

 

 

2 responses to “শ্রীনগরে কুকুরের কামড়ে শিশুসহ গুরুত্বর আহত-৪”

  1. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/55873 […]

  2. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/55873 […]

Leave a Reply

Your email address will not be published.

x