ফেনীর ফুলগাজীতে ব্যাটারী চালিত টমটম কিনে না দেওয়ায় অভিমানে মোঃ হাসান (৩১) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
হাসান ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের রাসু মিয়া ও ভানু বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত ব্যাটারী চালিত টমটম কিনে দেওয়ায় জন্য বায়না ধরে যাচ্ছিলেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারনে যথা সময়ে কিনে দিতে পারছে না।
এসব বিষয়ে রাগারাগি করে ৮ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দুপুর ২ টার দিকে বাড়ি ফিরে, এসময় তাকে অসুস্থ দেখা গেলে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসান।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দিন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
… [Trackback]
[…] Here you can find 41357 additional Information on that Topic: doinikdak.com/news/55807 […]