ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মা’ছুম
Reporter Name

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হলেন মাওলানা এ টি এম মা’ছুম। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গ্রেপ্তার হওয়ার পর দলটির আমির শফিকুর রহমান আজ মঙ্গলবার এই নিয়োগ দেন। গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জামায়াত এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার মাওলানা এ টি এম মা’ছুমের ওপর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করেছেন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের সাত কেন্দ্রীয় নেতা ও তিন অফিস কর্মচারীকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। সেখানে তাঁরা বৈঠক করছিলেন।

গ্রেপ্তার অন্যরা হলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। অন্য তিনজন জামায়াতের অফিসের কর্মচারী বলে জানা গেছে।

2 responses to “জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মা’ছুম”

  1. Very nice info and right to the point. I am not sure if this is
    in fact the best place to ask but do you guys have any thoughts
    on where to hire some professional writers? Thanks in advance 🙂 Najlepsze escape
    roomy

  2. ValeriaC says:

    You have mentioned very interesting details! ps nice web site..

Leave a Reply

Your email address will not be published.