জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হলেন মাওলানা এ টি এম মা’ছুম। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গ্রেপ্তার হওয়ার পর দলটির আমির শফিকুর রহমান আজ মঙ্গলবার এই নিয়োগ দেন। গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জামায়াত এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার মাওলানা এ টি এম মা’ছুমের ওপর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করেছেন।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের সাত কেন্দ্রীয় নেতা ও তিন অফিস কর্মচারীকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। সেখানে তাঁরা বৈঠক করছিলেন।
গ্রেপ্তার অন্যরা হলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। অন্য তিনজন জামায়াতের অফিসের কর্মচারী বলে জানা গেছে।
Very nice info and right to the point. I am not sure if this is
in fact the best place to ask but do you guys have any thoughts
on where to hire some professional writers? Thanks in advance 🙂 Najlepsze escape
roomy
You have mentioned very interesting details! ps nice web site..