ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত ৭১ শতাংশ রেলওয়ের কাজ সম্পন্ন হয়েছে। আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৪০ শতাংশ। তবে আমাদের পরিকল্পনা রয়েছে পদ্মা সেতুর সড়ক যোগাযোগের সঙ্গে রেল পথ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রেল যোগে মুন্সীগঞ্জ প্রান্তের লৌহজংয়ের কাজীর পাগলা থেকে পদ্মা-সেতু পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে। তবে সেতুর সঙ্গে সংযুক্ত সকল কাজ দ্রুত এগিয়ে চলছে।
রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পে এখন গ্যাস লাইন স্থাপন, প্যারাপেট, ভায়াডাক্ট কাজ চলছে। প্রকল্পের মাওয়া ও ভাঙ্গা পর্যন্ত ভায়াডাক্ট-২, ভায়াডাক্ট-৩ ও মূল সেতু মিলিয়ে রেল প্রকল্পের দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। এর মধ্যে মাওয়া ভায়াডাক্ট-৩ এর কাজ শেষে রেল চলাচলে প্রস্তুত হয়েছে।
Leave a Reply