ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
ঈদগাঁওতে হেল্প দ্যা হিউম্যানেটি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ বিতরন 
স্টাফ রিপোটার,ঈদগাঁও 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইক্বরা তাহ সিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে হেল্প দ্যা হিউম্যানেটি ফাউন্ডেশনের উদ্যোগেই স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে।
৬ই সেপ্টম্বর সকাল নয়টায় ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বস্থ এই মাদ্রাসা প্রাঙ্গনেই ফাউন্ডেশন উদ্যোগে অসহায়, এতিম ছাত্রছাত্রীদেরকে স্কুল ব্যাগ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ইক্বরা তাহসিনুল কোর আন মাদ্রাসা মতোয়াল্লী এম মমতাজুল ইসলাম, পরিচালক ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড  ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচা লক ডা: মো: ইউসুফ আলীসহ মাদ্রাসা শিক্ষক।
স্কুল ব্যাগ পেয়ে এতিম এবং অসহায় শিক্ষার্থীরা খুশিতে উৎফুল্ল হন।
x