ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তর-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া ‍উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সাড়ে ৩টার দিকে ভোরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার রেলওয়ে স্টেশনের ঢোকার আগে শ্যামপুর এলাকায় ‘এনজি ডিসি ব্লক’ তেলবাহী ট্রেনটি বিকল হয়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ওই তেলবাহী ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছিল। ট্রেনটিম উপজেলার রেলওয়ে স্টেশনের ঢোকার আগে শ্যামপুর এলাকায় এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ চলছে। কাজ সম্পন্ন হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published.

x