ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
সাভা‌রে বিভিন্ন দাবী নিয়ে বাম‌জো‌টের সমা‌বেশ
মোহাম্মদ ইয়াসিন, সাভার থেকে;

করোনা মহামা‌রি মোকাবেলায় প্রত্যেক জেলা
উপজেলায় ফিল্ড হাসপাতাল নির্মান, সকল শিক্ষার্থীদের টিকার আওতায় এনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, শ্রমজীবী মানুষকে রেশনের আওতায় আনা, গ্যাস বিদ‌্যুৎ সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ ও ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে গণতান্ত্রিক বাম জোটের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার(৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাভার বাজার বাসস্ট্যান্ডে বাম গণতান্ত্রিক জোট-সাভার উপজেলার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাসদ সাভার পৌর আহবায়ক আহ‌মেদ জীবনের সঞ্চালনায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট-সাভার উপজেলা সমন্বয়ক এ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশ।এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাভার উপজেলা সম্পাদক সাজেদা বেগম সাজু, ইউ সি এল-সাভার সম্পাদক কম‌রেড আজম খান বাবু, গণসংহতি আন্দোলনের নেতা রূপালী বেগম, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাভার সভাপতি কবির খান মনির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা অরবিন্দু বেপারী বিন্দু, সিপিবির সাইফুল্লাহ আল মামুন প্রমূখ।সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে কম‌রেড সৌ‌মিত্র কুমার দাস ব‌লেন, ক‌রোনা মহামারীর ম‌ধ্যে সারা‌দে‌শে স্কুল ক‌লেজ বিশ্ব‌বিদ‌্যালয় বন্ধ রাখায় শিক্ষার্থী‌দের শিক্ষাজী‌বন মারাত্বক হুম‌কির মু‌খে প‌ড়ে‌ছে। তাই‌ অবিল‌ম্বে শিক্ষার্থী‌দের টিকার ব‌্যবস্থা ক‌রে শিক্ষাপ্রতিষ্ঠান খু‌লে দেওয়ার দা‌বি জানাচ্ছি। তাছাড়া সাভার উপ‌জেলার প্রতি‌টি ইউ‌নিয়‌নে টিকা‌কেন্দ্র খু‌লে সকল নাগ‌রিকদের টিকার আওতায় আনতে পদিক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

x