ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
বিরলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সকল পুজা কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
জাহিদ হাসান অন্তর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা সকল পুজা কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
আজ সোমবার  সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বিরল উপজেলা শাখা আয়োজন করে।
পুজা উদযাপন পরিষদের সভাপতি রমা কান্ত রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়ের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক বিভুতী ভুষন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সুরজিৎ কুমার রায় বাবুল, ৮নং ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার, ১২ নং রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মজেন চন্দ্র দেবশর্মা, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক সুকিল চন্দ্র রায়, গীতা সংঘের সভাপতি অমুল্য চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আলেন চন্দ্র রায়, মহানাম জজ্ঞ (হরিবাসর) কমিটির সভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়, ইউপি সদস্য সরেন চন্দ্র সরকার, যুবলীগ নেতা দিলিপ চন্দ্র রায়, জয়দেব বর্মন প্রমুখ।
বিরল উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবারে ৯৪ টি মন্ডবে পুজা অর্চনা অনুষ্টিত হবে।
এর মধ্যে বিরল পৌরসভায় ৪টি, ১নং আজিমপুর ইউনিয়নে ৪টি, ২ নং ফরাক্কাবাদ ইউনিয়নে ৩টি, ৩নং ধামইড় ইউনিয়নে ১০টি, ৪নং শহরগ্রাম ইউনিয়নে ৮টি, ৫নং বিরল ইউনিয়নে ৬টি, ৬নং ভান্ডারা ইউনিয়নে ৭টি, ৭নং বিজোড়া ইউনিয়নে ৫টি, ৮নং ধর্মপুর ইউনিয়নে ৮টি, ৯নং মঙ্গলপুর ইউনিয়নে ১৬টি, ১০নং রাণীপুকুর ইউনিয়নে ৭টি, ১১ নং পলাশবাড়ী ইউনিয়নে ২টি ও ১২নং রাজারামপুর ইউনিয়নে ১৪টি।

Leave a Reply

Your email address will not be published.

x