ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদাৎবার্ষিকী আজ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ।

যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। উন্নয়নের ছোঁয়ায় এখন বদলে গেছে নূর মোহাম্মদ নগর।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। একই বছরের ৫ই সেপ্টেম্বর গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন।

পরে ২০০৮ সালের ১৮ই মার্চ নূর মোহাম্মদের গ্রামের নাম পরিবর্তন করে নূর মোহাম্মদ নগর করা হয়। এই বীরশ্রেষ্ঠর স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে-বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ, স্টেডিয়াম, স্কুল ও কলেজ। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে এলাকাটি।

তবে ২০১০ সালে স্কুলটি নিম্ন-মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্ত হলেও কলেজটি এখনো এমপিওভূক্ত হয়নি। নূর মোহাম্মদের স্মৃতি সংরক্ষণসহ কলেজটি এমপিওভূক্তকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নেয়া হয়েছে।

১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ।

Leave a Reply

Your email address will not be published.

x