ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
পূবার্ভাস ভিত্তিক বন্যাসাড়ায় উপকার ভোগিদের মাঝে উপকরণ বিতরণ
জুয়েল রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্বাভাস ভিত্তিক বন্যাসাড়ায় উপকার ভোগিদের মাঝে বন্যা সহায়ক হাইজিন উপকরণ ও অর্থ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে গতকাল শনিবার তারাপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নে বন্যার ক্ষয়ক্ষতি নিরসনে পূর্বাভাস ভিত্তিক বন্যাসাড়া প্রদান প্রকল্পের আওতায় ৫০০ জন উপকার ভোগির মাঝে বন্যা সহায়ক হাইজিন উপকরণ ও মোবাইলের মাধ্যমে শর্তবিহীন ৩ হাজার করে টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপকরণ ও টাকা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। আরও বক্তব্য রাখেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, সেভ দ্য চিলড্রেনের ব্যাবস্থাপক আব্দুল আলিম, সৌাহদ্য প্রকল্পের উপজেলা সমন্বয়কারি মোখলেছুর রহমান, তাজমুল ইসলাম, মুসফিকুর রহমান প্রমুখ। পরে উপভোগিদের মাঝে বন্যা সহায়ক হাইজিন উপকরণ সাবান, পাউডার, বালতি, মগ, তোয়ালে, মাষিক কালিন সময়ে ব্যবহারের জন্য কাপড়, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেন অতিথিবৃন্দ। ওই দিন বিকালে বেলকা ইউনিয়নে উপকরণ বিতরণ করা হয়। এর আগে কাপাসিয়া ইউনিয়নে বিতরণ করা হয়েছে। উপকার ভোগিদের মধ্যে তারাপুর ইউনিয়নে ১২২জন, বেলকা ইউনিয়নে ১৬৪ জন এবং কাপাসাসিয়া ইউনিয়য়নে ২১৪ জন।

 

Leave a Reply

Your email address will not be published.

x