ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
নাগরপু‌রে বন‌্যার পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু 
নাগরপুর (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধিঃ
টাঙ্গাই‌লের নাগরপু‌রে বন‌্যার  পা‌নি‌তে ডু‌বে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।
৪ সেপ্টেম্বর (শ‌নিবার) সকাল আনুমা‌নিক ৯ টায় উপ‌জেলার ধুব‌ড়িয়া ইউ‌নিয়‌নের কু‌ষ্টিয়া মোবাইল টাওয়া‌রের নিকট ভাসমান বে‌দে সম্প্রদায়ের অস্থায়ী বসতির মধ্যে আশ্রয় নেয়া পরিবারের ৯ মাস বয়সী ১‌টি ‌ছে‌লে সন্তান বন‌্যার পা‌নি‌তে ডু‌বে মৃত্যুবরণ ক‌রেছে।
সরজ‌মি‌নে, ঘটনা স্থলে গিয়ে স্থানীয়‌দের সাথে এবং শিশুর প‌রিবা‌রের সাথে কথা ব‌লে জানা যায়,  বে‌দে সম্প্রদা‌য়ের সজীবের ছে‌লে সজীরুল (৯ মাস) প‌রিবা‌রের অল‌ক্ষে  হামাগু‌ড়ি দি‌য়ে বন‌্যার পা‌নি‌তে শিশু‌টি প‌ড়ে যায়। বেশ কিছুক্ষণ শিশু‌টি‌কে না দে‌খতে পে‌য়ে খোঁজাখু‌ঁজির এক পর্যা‌য়ে শি‌শু‌টি‌কে ভাসমান অবস্থায় উদ্ধার ক‌রে, নাগরপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে সেখানকার  কত‌র্ব‌্যরত চি‌কিৎসক শিশু‌টি‌কে মৃত ঘোষনা ক‌রে।
এ বিষয়ে নাগরপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত ডাক্তার শহেদ আল ইমরান বলেন, আজ সকাল আনুমানিক ১১ টার সময় ৯ মাস বয়সী একটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। শিশুটির পরিবারের কাছ থেকে জানা যায়, শিশুটি পানিতে পড়ে গিয়েছিল।
শি‌শু‌টির মৃত্যুতে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে। রি‌পোর্টটি লেখা পর্যন্ত স্থানীয়রা শিশু‌টি‌কে নিকটস্থ ধুব‌ড়িয়া কবরস্থা‌নে দাফ‌নের ব‌্যবস্থা নি‌চ্ছে।

Leave a Reply

Your email address will not be published.