ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গরীব অসহায় ও দুঃস্থ্যদের জন্য বিডিও স্যানিটেশন ফার্মে সাংবাদিক হারুন অর রশিদ এর নিজস্ব উদ্দোগে হতভাগা সেন্টারে অসহায় ও দুঃস্থ্যদের প্রতি ৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মায় একবেলা খাওয়ার আয়োজন করেছেন। ৩ সেপ্টেম্বর শুক্রবার শতাধীক নারী পুরুষ উপস্থিত থেকে দুপুরে খাবার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগতদের একবেলা খাওয়ানো হয়। খাওয়ার পূর্বে আল্লাহর সন্তোষ্টি অর্জন আয়োজকদের পূর্ব বংশধরদের শান্তি কামনা করে দোয়ার মধ্যদিয়ে এই অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী আবু শাহীন। এ বিষয়ে সাংবাদিক হারুন অর রশিদ বলেন,যারা আমাকে ও আমাদেরকে এ ব্যপারে উৎসাহিত করেছেন এবং সহযোগিতা করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের এই আয়োজন প্রতি শুক্রবার অব্যহৃত থাকবে।