সারাদেশে স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে দিনাজপুরে আজ মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন দিনাজপুরের সভাপতি আলহাজ্ব মৌলানা মোঃ সোহরাব হোসাইন, সেক্রেটারী মুফতি খায়রুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান, দিনাজপুর পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান রানা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দিনাজপুরের সভাপতি আজিজুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে শিল্প-কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস-আদালত, যানবাহনসহ সব খুলে দেয়া হয়েছে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের শিক্ষাজীবন রুদ্ধ করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে এবং দেশকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানানো হয়।
Leave a Reply