ঢাকা, বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
সখিপুর মাঝী কান্দি গ্রামে হাজী শরীয়তউল্লাহ ও রাহমানিয়া মাদ্রাসার উদ্বোধন
মোঃ রুহুল আমিন // শরীয়তপুর :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝী কান্দি গ্রামে
হাজী শরীয়তউল্লাহ ও রাহমানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।
 বৃহস্পতিবার (০২ অক্টোবর)  সকালে সখিপুর মাঝী কান্দি গ্রামের  আব্দুর রহমান রাসেল মোল্লার বাড়ির সামনের মাদ্রাসার নতুন ভবনে দোয়া ও মুনাজাত এর মধ্যদিয়ে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা.আবুল কালাম আজাদ মোল্লা, মাষ্টার সালাউদ্দিন মাঝী, ডা. মাহমুদুর রহমান  বড় মিয়া, বাদশা মিয়া মুন্সী, তোফাজ্জল সরদার, তারেক মাহমুদ, হানিফা মাঝী,  মোয়াল্লেম সরদার, আব্দুল জলিল সরদার, মান্নান সরদার,  হাফেজ মাওঃ তাসরিফুল ইসলাম, মাওঃ মাহবুব সাহেব, মাওঃ মান্নান সাহেব, শফি মাঝী, আব্দুর রহমান রাসেল মোল্লা, মাষ্টার  হাবিল উদ্দিন,  মহন সৈয়াল, আল আমিন বেপারী,হাফেজ মাওঃ সাহাদাত হোসেন, মাওঃ খালেদ সাহেব, মাহমুদুল হাসান, আব্দুর রশিদ বেপারী, রাজিব সরদার, সোহেল সরদার, জুয়েল মাহমুদ, ওমর ফারুক, মোহাম্মদ আলী শিকদারসহ অত্র এলাকার জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published.