ঢাকা, বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
ধামরাইয়ে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
মোহাম্মদ ইয়াসিন,ধামরাই(ঢাকা) থেকে;

ঢাকার অদুরে ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে নাসির উদ্দিন ও ওয়াজি উল্লাহ ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাথুলী স্ট্যান্ডে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় ঢাকামুখী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর গ্রামের নাসির উদ্দিন (৪৫) ও তার ছোট ভাই ওয়াজি উল্লাহ (২৬)।

ওসি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে আছে। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা সহ মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.