ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে নতুন সভাপতি
ভাস্কর সরকার (রাবি):
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সোবাহান হীরা। বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক ফজলুল করিমসহ চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, ‘আমার সর্বপ্রথম কর্তব্য হলো অসমাপ্ত পরীক্ষাগুলো এবং বিভিন্ন বর্ষের পরীক্ষাগুলো সরাসরি শুরু করা।’ এজন্য তিনি বিভাগের সকল সকল শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.