ঢাকা, শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::

মিরসরাই উপজেলার জোররাগঞ্জ থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে প্রণব বণিক (৩৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জোরারগঞ্জ বাজার এলাকার মহিউদ্দিনের দ্বিতীয় তলায় ভবনে  ভবনে এ ঘটনা ঘটে।
নিহত প্রণব বণিক জোরারগঞ্জের বণিকপাড়া গ্রামের নান্টু বণিকের ছেলে।
হাসপাতালে আনয়নকারী নিহতের স্বজন জানান, ঋণগ্রস্ত হয়ে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন  বলেন, পুলিশ ঘনাস্থল পরিদর্শন করছেন । এখনও নিহতের পরিবারের কেউ অভিযোগ দায়ের করেননি।

Leave a Reply

Your email address will not be published.