ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
বোয়ালমারীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 
টুটুল বসু  বোয়ালমারী, ফরিদপুর 
সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এদিন উপজেলার দাদপুর ইউনিয়নে স্থাপিত বঙ্গবন্ধু পাঠাগারেরও উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জুম মিটিংয়ের মাধ্যমে সারা দেশে একযোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি উপলক্ষে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সশরীরে উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার। এ সময় ২৬০ জনের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আসলাম মোল্যা, এসিল্যান্ড মারিয়া হক, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ইউএনডিপির ফরিদপুর প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ।
এর আগে ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে স্থাপিত বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published.

x