আফগানিস্তান এখন তালেবানদের দখলে। দেশটির রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা এবং সামাজিক বিভিন্ন বিষয় কীভাবে মোকাবেলা করা হবে, নতুন সরকার গঠন কবে হবে এ নিয়ে গেলো শনিবার থেকে সোমবার কান্দাহারে তালেবানের বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এ কথা জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
মঙ্গলবার একটি টুইট বার্তায় জাবিউল্লা জানান, ‘ইসলামিক আমিরশাহির প্রধান নেতা, তালেবানের বিশ্বাসযোগ্য কমান্ডার শেখ আল হাদিত হিবাউল্লার নেতৃত্বে বৈঠক হয়েছে, সেই বৈঠকে রাজনৈতিক, সামাজিক এবং আফগানিস্তানের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র। নতুন সরকার গঠন নিয়েও বৈঠকে আলোচনা করেছেন তালেবান।
এদিকে অনেকটা ইরানের আলোকে সরকার গঠন করতে চায় তালেবান। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন দলের প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। অন্যদিকে তালেবান আগামী কয়েক দিনের মধ্যেই সরকার গঠন করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
Leave a Reply